জ্ঞানতাপস ড. মুহাম্মদ শহীদুল্লাহ গোল্ডেন এওয়ার্ড পেলেন শিক্ষাদর্পনের জেলা প্রতিনিধি
শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জঃ
শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় জ্ঞানতাপস ড. মুহাম্মদ শহীদুল্লাহ এওয়ার্ড পেলেন জনপ্রিল অনলাইন নিউজপোর্টাল শিক্ষাদর্পানের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ও সিরাজগঞ্জের ছাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিক্যাল স্কুল এন্ড বিম কলেজের অধ্যক্ষ শরীফুল ইসলাম।
বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত “জাতি গঠন শিক্ষাবিদ ও সুশলী সমাজের ভূমিকা” শীর্ষক অনুষ্ঠানে তাকে এ এওয়ার্ড প্রদান করা হয়। শনিবার (২৬ অক্টোবর) ঢাকার কেন্দ্রীয় কচি কাচা মেলা মিলনায়তনে বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও সাংস্কুতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্টের বিচারপতি সিকদার মকবুল হক। প্রধান আলোচক ছিলেন বিএলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ। অনুষ্ঠানের উদ্বোধন করেন আজকের সূর্যোদয়ের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার মোজাম্মেল হক (গেদু চাচা)। মুল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ গণ আজাদী লীগের মহাসচিব মুহাম্মদ আতা উল্লাহ খান। বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ্ব মো. আকবর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক গোবিন্দলাল সরকার এবং বাংলাদেশ কর্মসংস্থান আন্দোলনের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন।
বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মহাসচিব এম এইচ আরমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান শাহ আলম চুন্নু। অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক এবং সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ শরীফুল ইসলামকে জ্ঞানতাপস ড. মুহাম্মদ শহীদুল্লাহ এওয়ার্ড প্রদান করা হয়েছে।