জেলা যুব মহিলা লীগের উদ্যোগে ডেঙ্গুজ্বর ও এডিস মশা সম্পর্কিত জনসচেতন মূলক পথসভা ।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
বাংলাদেশ যুব মহিলালীগ সিরাজগঞ্জ জেলা শাখা’র আয়োজনে, ডেঙ্গুজ্বর ও এডিস মশা সম্পর্কিত জনসচেতনতামূলক প্রচার অভিযান ও পথসভা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (৬ আগস্ট) বেলা ১২টার দিকে, সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশনের মুক্তির সোপানের কড়িতলায় ওই পথসভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ পৌরসভার সুযোগ্য মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা সিরাজী। এতে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলাযুব মহিলা আওয়ামীলীগের আহবায়ক ও পৌর প্যানেল মেয়র-৩ রুমানা রেশমা। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোস্তফা কামাল খান, জেলা আওয়ামী লীগের ও যুগ্ন-সাধারন সম্পাদক আব্দুল বারী শেখ, জেলা যুব মহিলা আওয়ামী লীগের যুগ্ন-আহবায়ক জান্নাতুল ফেরদৌস ঈশিতা, পৌর যুবমহিলা আওয়ামীলীগের সভানেত্রী নাছিমা বেগম প্রমুখ।