সিরাজগঞ্জ

জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েলের জন্মদিন উপলক্ষে এতিমদের মাঝে খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক ঃ

সিরাজগঞ্জ জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল’র জন্মদিন উপলক্ষে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে মাহমুদপুর যুব সমাজের আয়োজনে রায়পুর রহমানিয়া মাদ্রাসায় এতিমদের মাঝে এই খাবার বিতরণ করা হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল,সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রাশেদ খান, অজয় সাহা ,বশির আহম্মেদ, আবু মুসা, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলী আহমেদ অপু, মোঃ আসিফ রহমান, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুসাহিদ,রিয়াল, যুগ্ন -সম্পাদক মৃদুল, পৌর ছাত্র লীগের সহ- সভাপতি মোঃ সানী,সদস্য মুজাহিদ। দোয়া মাহফিল শেষে এতিমদের মধ্যে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।

উল্লেখ রাশেদ ইউসুফ জুয়েল সিরাজগঞ্জের একটি সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারে জন্মগ্রহন করেন। তিনি শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর পরিবারের সদস্য। তার বাবা আবু ইউসুফ সুর্য সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের বর্ষিয়ান নেতা এবং মুক্তিযোদ্ধা। রাশেদ ইউসুফ জুয়েল সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি ছিলেন,ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি। বর্তমানে তিনি জেলা আওয়ামী যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।