জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২১ পালিত
নিজস্ব প্রতিবেদকল:
জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর উদ্যোগে সিরাজগঞ্জ শহরে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২১ উপলক্ষে পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রাণিসম্পদ দপ্তরের এর সম্মেলন কক্ষে জেলা ট্রেনিং অফিসার হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন সদর উপজেলার প্রাণিসম্পদ ভেটেনারি ডা: মাহমুদুল,
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গৌরঙ্গ কুমার তালুকদার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ভেটেরিনারি অফিসার ডা: মো: শাহাবুদ্দিন,সদর উপজেলা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ হারুন-অর-রশিদ, রায়গঞ্জ প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রেজানুল হক ভূঁইয়া, তাড়াশ প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: সোহেল আলম খান,সহ জেলার প্রতিটি উপজেলার সকল প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেনারি কর্মকর্তা এ আই টেকনিশিয়ান ও খামার মালিকরা উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, নিয়িমত টিকা দিন প্রাণী এখন রোগহীন। বাংলাদেশে প্রতি বছর তিন লক্ষ লোককে কুকুর কামড়ে থাকে।এদের মধ্যে দুই হাজারের অধিক মানুষ জলাতঙ্কে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখে পতিত হয়। এই থেকে রেহাই পাওয়ার জন্য বাংলাদেশ সরকার প্রাণিসম্পদ অধিদপ্তর বিভিন্ন নানামুখী কর্মসূচি গ্রহণ করে থাকেন। কুকুরের কামুর ও জলাতঙ্ক প্রতিরোধে সফলতা হয়েছে। বাংলাদেশে অনুরূপ কার্যক্রম গৃহীত হয়েছে।