সিরাজগঞ্জ

জেলা প্রশাসনের এর উদ্যোগে ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

 

সিরাজগঞ্জ প্রতিনিধি   :

সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ‘ঐতিহাসিক ৭ই মার্চ ২০২২ উপলক্ষে সিরাজগন্জ জেলা প্রশাসক কার্যালয়ে চত্বর সুবর্ণ অহংকার পুষ্পস্তবক অর্পণ, পদযাত্রা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

সোমবার (৭ই মার্চ) জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৯ টায় স্বাস্থ্য বিধি মেনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম, সিরাজগন্জ ও কামারখন্দ ২ আসনের সংসদ সদস্য ডা : অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্না, এনএসআই এর যুগ্ম পরিচালক আবু তাহের মো : পারভেজ, স্থানীয় সরকার উপ- পরিচালক মো : তোফাজ্জল হোসেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্বা আলহাজ্ব এ্যাড: কেএম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার, জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি ও চেম্বার অব কমার্স এর পেসিডেন্ট বীরমুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য, সাবেক সহ সভাপতি বীরমুক্তিযোদ্বা ইসাহাক আলী, সাবেক জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি ও মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নুরে আলম সিদ্দিকী, সদর সার্কেল পুলিশ অফিসার জসিম উদ্দিন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো : মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি ও শিক্ষা শারমিন সুলতানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশুকাতে রাব্বি, জেলা শিক্ষা অফিসার শফিউল্লাহ, সিরাজগঞ্জ ও পাবনা আসনের সাবেক মহিলা সংরক্ষিত সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সেলিনা বেগম স্বপ্না, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম -সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী, জেলা মুক্তিযুদ্ধো সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সোরহাব আলী, বীরমুক্তিযোদ্ধা ফজলুল মতিন মুক্তা, সিরাজগঞ্জ প্রেসক্লাবে সভাপতি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহমেদ, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আসাদউদ্দিন পবলু সহ বীরমুক্তিযোদ্বাগণ, সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, সরকারি,বেসরকারি কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা এবং প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়া সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তৃতাগণ বলেন, মহান মুক্তিযুদ্ধের বাংলাদেশে স্বাধীন হওয়ার পিছনে সব চেয়ে অবদান বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি রেসকোর্স ময়দান (সোহরাওয়ার্দী উদ্যান)বলে ছিলেন, একটি জাতির নিজস্ব দেশ ও জাতীয় পতাকা থাকতে হবে। তাইতো ৭ই মার্চে তিনি ঐতিহাসিক ১৮ মিনিটের বক্তব্যের মাঝে তিনি আমাদের বিজয় কথা বলেছেন এবং স্বাধীননতার কথা বলেছেন, তার এই দিক নিদর্শন বক্তব্যে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা। আমরা বাঙালি আমাদের ভাষা বাংলা, আমাদের সংস্কৃতি সোনার বাংলা।

উল্লেখ্য, ঐতিহাসিক ৭ই মার্চ ২০২২ উপলক্ষে সকল মসজিদ, মন্দির, গীর্জায় মহান মুক্তিযুদ্ধ এবং দেশের জন্য আত্মদারকারী সকল শহীদের আত্মার মাগফেরাত সহ সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করা ও শহীদ এম মুনসুর আলী অডিটোরিয়ামে আলোচনা সভায় শেষে বিভিন্ন স্কুল ও কলেজ ছাত্র ছাত্রীদের অংশ গ্রহণে বঙ্গবন্ধু ভাষণ, কবিতা আবৃত্তি, সংগীত, নৃত্য ও চিত্তাঙ্কন প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসন ও শিশু একাডেমি আয়োজিত ৭ ই মার্চের ভাষণ প্রতিযোগিতা ২০২২ একাডেমিতে অনুষ্ঠিত হয় (ক) বিভাগে প্রথম হয়েছে জয় বিশ্বাস শিশু একাডেমি (খ) বিভাগে প্রথম স্থান অর্জন করে উম্মে ফারিহা সেঁজুতি সবুজ কানন স্কুল এন্ড কলেজ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, নূরনবী খান জুয়েল।