জেনারেশন ব্রেকথ্রু’র আয়োজনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধিঃনাজমুল হোসেন :
সিরাজগঞ্জ সদর বহুলী জেনারেশন ব্রেকথ্রু প্রকল্পের আয়োজনে খাগা উচ্চ বিদ্যালয়ের হলরুমে শাহানা কার্টুন বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল ১৬ সেপ্টেবর সোমবার সকাল ১০টায় কনসার্ন উইমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্ট জেনারেশন ব্রেকথ্রু প্রকল্প দ্বিতীয় পর্যায় সিরাজগঞ্জ ফিল্ড অফিসের আয়োজনে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এর সহযোগিতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ এর বাস্তবায়নে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। খাগা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন ৩ নং বহুলী ইউনিয়ন আ.লীগের সভাপতি টি এম মঞ্জুরুল ইসলাম মঞ্জু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার সাফা সাদরিয়া । অনুষ্ঠান পরিচালনা ছিলেন জেনারেশন ব্রেকথ্রু’র সিরাজগঞ্জ ফিল্ড ম্যানেজার মোঃ শাহীন আলম। এসময় উপস্থিত ছিলেন সহ সকল শিক্ষক বৃন্দ ও কর্মচারী গণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে মাল্ডিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের শাহানা কার্টুন দেখানো হয়। কার্টুনে বয়ঃসন্ধিকাল, শিশু স্বাস্থ্য, মাতৃস্বাস্থ্য ও বাল্য বিবাহ সম্পর্কে শিক্ষনীয় দিক-নির্দেশনা দেওয়া হয়। কার্টুন শেষে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় প্রতি শ্রেণি থেকে সাতজন করে মোট ৩৫ জন শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়