জাতীয়

জিততে চায় টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ

ত্রিদেশীয় ও টেস্ট সিরিজে সাফল্যের পর টি-টোয়েন্টি সিরিজও জিততে চায় চন্ডিকা হাথরুসিংহের দল শ্রীলঙ্কা। ঘরে ফেরার আগে এই সিরিজেও জিতে শেষটা রাঙানোর কথা জানিয়েছে তারা। অন্যদিকে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সব হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতে বিশ্ব ক্রিকেটে বার্তা দেওয়ার লক্ষ্যে মাঠে নামবে মাহমুদউল্লাহর বাংলাদেশ। দলে নতুনদের উপস্থিতিতে চার-ছক্কার হাড্ডাহাড্ডি লড়াইয়ে জিতে ওয়ানডে ও টেস্টে ব্যর্থতার ঘায়ে মলম দিতে চাইবে টাইগাররা।

শুরুতেই ত্রিদেশীয় সিরিজের শিরোপার পর টেস্ট সিরিজ জেতে আত্মবিশ্বাসের ভাড়ারটা কানায় কানায় পূর্ণ লঙ্কানদের। এবার অভিজ্ঞতায় এগিয়ে থাকা লঙ্কানদের শেষ নজর টি-টোয়েন্টি সিরিজের দিকে। তাই এই সিরিজে ভালো করাটাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন টাইগার দলপতি মাহমুদউল্লাহ।

বাংলাদেশ ও শ্রীলঙ্কা মোট ৭টি টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে। এর মধ্যে ৫টিতে জয় পেয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশ জিতেছে ২টিতে।
দুই দলের শেষবারের মুখোমুখিতে গত বছরের এপ্রিলে মাশরাফি বিন মুর্তজার বিদায়ী টি-টোয়েন্টি ম্যাচে ৪৫ রানে জয় পেয়েছিল বাংলাদেশ। সেই সুখস্মৃতি নিয়ে আজ ধারাবাহিতা ধরে রাখতে চাইবে বাংলাদেশ শিবির।
টি-টোয়েন্টিতে আজ দুই দল মাঠে নামছে মিরপুরে বিকেল ৫টায়।