জামালপুরে শাহবাজপুর বাজারের অবৈধ স্থাপনা অপসারণের দাবিতে মানববন্ধন
তৌকির আহাম্মেদ হাসু. স্টাফ রিপোর্টারঃ
জামালপুর সদরের শাহবাজপুর বাজারের অবৈধ স্থাপনা অপসারণের দাবিতে মানববন্ধন করেছে বাজারের সর্বস্তরের দোকানদার ও ইজারাদার।আজ সোমবার দুপুরে শাহবাজপুর বাজারের তিতপল্লা রোড়ে বাজারের সকল দোকানদার ও ইজারাদার এ মানববন্ধনের আয়োজন করেন। এতে প্রায় ৪ শতাধিক লোক অংশ গ্রহন করেন।
দোকানদার ও ইজারাদার সূএে জানা যায়,জামালপুর সদরের শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর বাজারের বাজার উন্নয়নের জন্য একটি সুপারমল ভবন নির্মাণ করা হবে এমন সংবাদ ছড়িয়ে ঐতিহ্যবাহী ওই বাজারের সকল দোকান ভাংচুর করে প্রশাসন। তবে এসব ভাংচুরের কিছুদিন পর হতেই কোন সুপার মল ভবন তৈরি না হলেও আইনগত কোন অনুমতি ছাড়াই নতুন করে বাজারের জমি দখল করে কিছু দোকান ঘর নির্মাণ করছেন কতিপয় ব্যক্তিরা। এতে পুর্বের দোকান মালিকরা বাদ থেকে যাচ্ছে। বিষয়টি নিয়ে সাধারণ দোকানদাররা ইউনিয়ন ভুমি অফিস, চেয়ারম্যানসহ যাথাযথ কতৃপক্ষকে জানালে কোন ব্যবস্থা গ্রহন করেন নি তারা। পরবর্তীতে বাজারের সকল দোকানদার ও ইজারাদার মিলে শত চেষ্টা করেও অবৈধ স্থাপনা নিমার্ণ বন্ধ করতে না পেরে ব্যবসায় ধর্মঘট পালন করেন।
অবৈধ স্থাপনা অপসারণ না হলে কোন দোকান খুলা হবে না বলে জানান তারা। এতেও কাজ না হওয়ায় শান্তিপুর্ণ আন্দোলনের অংশ হিসেবে অবৈধ স্থাপনা অপসারণের দাবিতে গত দুই দিন যাবত লাগাতার মানববন্ধন কর্মসুচি পালন করছেন তারা।আজ সোমবার আয়োজিত ঘন্টাব্যাপি মানব বন্ধনে বাজার কমিটির সভাপতি সাছুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কমিটির সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুসা,ব্যবসায়ী মজনু মিয়া, রবিউল, আব্দুল কাশেম জিয়াউলসহ আরও অনেকে।
এ বিষয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা বেগম বলেন, বিষয়টি আমি জানি, তবে বাজারের জমি দখল করে কেউ অবৈধ স্থাপনা তৈরি করলে তা উচ্ছেদ করা হবে।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা ইয়াসমিন বলেন, যদি কেউ সরকারী জমি অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করে থাকে তাহলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করবো।