জামালপুরে প্রভাবশালীরা কেটে নিচ্ছে সরকারী রাস্তার গাছ দেখার কেউ নেই
তৌকির আহাম্মেদ হাসু, সরিষাবাড়ী (জামালপুর)প্রতিনিধি ঃ
জামালপুর সদরে শাহবাজপুরে স্থানীয় প্রভাবশালীরা দিন দুপুরে প্রকাশ্যেই কেটে নিচ্ছে সরকারী রাস্তার দু’পাশের মুল্যবান গাছ। স্থানীয় ইউপি চেয়ারম্যান মেম্বার ও স্থানীয় ভুমি অফিস কর্মকর্তাদের বিশেষ সমঝোতায় ম্যানেজ করেই চলছে ওইসব গাছ কাটার মহোৎসব। স্থানীয় সচেতনরা লিখিত অভিযোগ করেও বন্ধ করতে পারেনি অবৈধ গাছ কাঁটা। সরেজমিন ঘুরে জানাগেছে, চলতি মাসে জামালপুর সদর উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের কয়েকটি রাস্তার দু’পাশ থেকে অন্তত: ১০ লাখ টাকা মূল্যের ৩ শতাধিক সরকারী গাছ কর্তন করা হয়েছে। এর মাঝে চরপাড়া মোড় থেকে কানাপাড়া পর্যন্ত ও শাহবাজপুর উচ্চ বিদ্যালয়ের পাশ হতে আমিন নগর পর্যন্ত রাস্তা দুটি হতেই বেশির ভাগ গাছ কাঁটা হয়েছে। কর্তৃপক্ষকে বারবার জানালেও কোন কর্ণপাত করেনি তারা। রাস্তাগুলো স্থানীয় সরকারের আওতায় হওয়ায় ইউপি চেয়ারম্যানের ইশারায় চলছে এসব কর্মকান্ড। শুধু তাই নয় শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আয়ুব আলীর নিকট ও স্থানীয় ভুমি অফিসে লিখিত অভিযোগ করা হয় গাছ কাঁটা বন্ধের জন্য। শাহাবাজপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের আনোয়ার হোসেন জানান, শাহাবাজপুর ইউনিয়নের বর্তমান মেম্বার আব্দুল গফুরের নির্দেশে তিনি সহ স্থানীয়রা চরপাড়া মোড় থেকে কানাপাড়া পর্যন্ত এলাকার সব গাছ কেটেছেন। তবে ইউপি মেম্বার আব্দুল গফুর জানান, শাহাবাজপুর ইউপি চেয়ারম্যানের নির্দেশেই গাছ কাঁটা হচ্ছে। রাস্তার কাজ হবে বলে চেয়ারম্যান দু’পাশের সব গাছ কাঁটতে বলেছেন। একইভাবে ইউপি চেয়ারম্যানের উপর দায় চাপান শাহাবাজপুর টানপাড়া গ্রামের কৃষক মুস্তাফিজুর রহমান টিক্কে। মুস্তাফিজুর রহমান টিক্কে বলেন, চেয়ারম্যানকে জানিয়েই গাছ কাঁটতেছি। তবে কর্তনকৃত গাছ ও সরকারী রাস্তা তার জায়গায় বলে দাবি করেছেন তিনি। সাবেক মেম্বার ওবায়ুদুল হক সুজা বলেন, আমাদের জমিতে রাস্তা। রাস্তার পাশের সব গাছই আমাদের। আমাদের গাছ আমরা কাটমু তাতে কার কি? আমরা এই রাস্তাই বন্ধ কইরা দিমু। রাস্তার কাজই করতে দিমু না! শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী বলেন, আমি গাছ কাঁটতে বলেছি এ কথা কেউ বলতে পারবো না। রাস্তার গাছ কাটার ব্যাপারে আমি কিছুই জানিনা। তবে লিখিত অভিযোগ প্রসঙ্গে বলেন, সময় পাচ্ছি না পরে দেখবো আর কি। জামালপুর সদর উপজেলা সহকারী কমিশনার(ভুমি) এসএম মাজাহারুল ইসলাম জানান, শাহবাজপুর ইউনিয়নের কয়েকটি রাস্তার গাছ কাটার বিষয়ে জেনেছি। এ ব্যাপারে শাহবাজপুর ইউনিয়ন ভুমি অফিসের সহকারী ভুমি কর্মকর্তা মোজাফ্ফরকে সরেজমিনে দেখে প্রতিবেদন দাখিলের দাখিলের নির্দেশ দিয়েছি।