সারাদেশ

জামালপুরে তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপিকে সংবর্ধনা

তৌকির আহাম্মেদ হাসু , জামালপুর প্রতিনিধি ঃ

জামালপুর  সরিষাবাড়ী কল্যাণ সমিতির উদ্যোগে তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব  ডাঃ মুরাদ হাসান এমপিকে সংবর্ধনা দেওয়া হয়েছে।  শনিবার জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ মিলনায়তনের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্টিত হয়। 
অনুষ্টান শুরুতেই সরিষাবাড়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপিকে ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। 
সরিষাবাড়ী কল্যাণ সমিতির আহ্বায়ক প্রফেসর মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে ও জহুরুল ইসলাম মানিকের সঞ্চালনায় সংবর্ধনার বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট এইচআর জাহিদ আনোয়ার, এ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ, এ্যাডভোকেট মুহাম্মদ আব্দুল্লাহ,সরিষাবাড়ী কল্যাণ সমিতির সদস্য সচিব এ্যাডভোকেট ইউসুফ আলী  প্রমুখ।