জাতীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদ হলো সিরাজগঞ্জের শিয়ালকোল
আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ জেলায় জন্ম- মৃত্যু নিবন্ধন চার ক্যাটাগরিতে জাতী পর্যায়ে স্বীকৃতি পেয়েছে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন পরিষদ। রবিবার ১৬ অক্টোবর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে জন্ম- মৃত্যু রেজিষ্ট্রেশনের চার ক্যাাটাগরিতে সিরাজগঞ্জ জেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এর হাত থেকে পুরস্কার স্বরুপ সম্মাননা স্মারক গ্রহন করেন চার ক্যাটাগরির চার বিজয়ী। এতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ নিজস্ব উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ কারি কর্মকর্তার পুরস্কার পেয়েছেন, সিরাজগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন। এছাড়াও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ব্যক্তিগত উদ্যোগ গ্রহণকারি চেয়ারম্যান হিসেবে পুরস্কার পেয়েছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাই নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাইসুল ইসলাম সুমন।
একই সাথে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে শিয়ালকোল ইউনিয়ন পরিষদে।। এছাড়াও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের পুরস্কার পেয়েছেন তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়ন পরিষদ।
স্থানীয় সরকারের মাধ্যমে দেশব্যাপী জন্ম-মৃত্যু রেজিষ্ট্রেশন অব্যাহত রয়েছে। সরকারের পক্ষে এই কার্যক্রমকে উৎসাহিত করতে স্থানীয় সরকার মাধ্যম বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। তার আলোকে
রবিবার (১৬ অক্টোবর) সকালে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানে জন্ম-মৃত্যু রেজিষ্ট্রেশনে শ্রেষ্ঠ স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে পুরস্কার ভূষিত করে।
সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস এমপি, ঢাকার উত্তর সিটি কর্পোরেশন মেয়র আতিকুল ইসলাম, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন,এম জিয়াউল আলম, মন্ত্রী বিভাগের সচিব সামসুল আরেফিন, ইউনিসেফ এর অফিসার ইনচার্জ ড. সাজা ফারুক আব্দুল্লাহ প্রমুখ।