জাতীয় সাংবাদিক সোসাইটির নতুন মহাসচিব নাসির উদ্দীন বুলবুল
আবির হোসাইন শাহিন নিজস্ব প্রতিবেদক
জাতীয় সাংবাদিক সোসাইটির ( জেএসএস) নতুন মহাসচিব হয়েছেন নাসির উদ্দীন বুলবুল। ১৪ মে ২০১৯ মঙ্গলবার জেএসএস কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় সংগঠনের চেয়ারম্যান লায়ন এড. এম এ মজিদ এ ঘোষণা দেন। জাতীয় সাংবাদিক সোসাইটির আগের মহাসচিব সায়ফুল হুদার অসুস্থতাজনিত কারণে সভায় সর্বস্মতিক্রমে জেএসএস মহাসচিবের চলতি দায়িত্ব নাসির উদ্দীন বুলবুলকে প্রদান করেন। সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোসাইটির চেয়ারম্যান লায়ন এড. এম এ মজিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান এড. মোঃ শিব্বির আহমদ,দীপক কুমার পাল, অতিরিক্ত মহাসচিব মোঃ শাহ মতিন টিপু , যুগ্ম মহাসচিব ফয়জুল ইসলাম, যুগ্ম মহাসচিব নিখিল চক্রবর্তী, সাংগঠনিক সচিব মোহাম্মদ সেলিম রেজা,মানবাধিকার সচিব মাসুদ রানা, গণশিক্ষা সচিব প্রদীপ কুমার গোস্বামী,স্থায়ী পরিষদেও সদস্য কালাম আজাদ ( সুমন পালিত),বাসুদেবধর প্রমুখ। উল্লেখ্য নাসির উদ্দীন বুলবুল ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সাবেক কার্য নির্বাহী সদস্য, ডিউজে ও বিএফইউজের সদস্য,তিনি বহুল প্রচারিত জাতীয় ইংরেজী দৈনিক ‘‘দি বাংলাদেশ টুডে”পত্রিকায় সিনিয়র সাব এডিটর হিসেবে কর্মরত রয়েছেন।