জাতীয় শিশু দিবসে সিরাজগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
জাতির জনক ও সোনার বাংলাদেশের স্হপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষ্যে সারা দেশের ন্যায় রোববার( ১৭মার্চ-২০১৯)সকালে সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিরাজগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের দুই দুইবারের এমপি ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। সভায় সভাপতিত্ব করেন, অত্র বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোস্তফা কামাল খান , বিশিষ্ট সমাজসেবক গাজী ফজলুল মতিন মুক্তা, বিসিক উৎপাদন ও গবেষণা বিভাগের পরিচালক মোহাম্মদ শাহীন কামাল, ম্যানেজিং কমিটির সদস্য আমিনুল ইসলাম , আব্দুল আজিজ, ফিরোজ উদ্দীন, শাহজাহান আলী শামীম, ১০ ওয়ার্ড পৌর কাউন্সিলর বেলাল হোসেন, মানব মুক্তি ফাউন্ডেশনের প্রতিষ্ঠার পরিচালক জীবন খন্দকার, জেলা কৃষকলীগের সভাপতি খন্দকার রফি, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা, ১০ ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল আজিজ মন্ডল। সভায় স্বাগত বক্তব্য রাখেন, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মোঃ ফরিদুল ইসলাম।
অনুষ্ঠাটটি সার্বিকক দায়িত্বে ছিলেন, সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সহকারি শিক্ষক জিতেন্দ্রনাথ পাল,হাতেম আলী, আব্দুল মান্নান রাশেদুল হক মাহবুবুল আলম, নন্দিতা দাস , আতিকুলইসলাম, লিখন কুমার পাল, ফাহিমা বেগম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, শিক্ষক মাহবুবুল আলম, শিক্ষার্থী জীম ও শ্রাবণী।
প্রধান অতিথি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না বলেন, জাতীর জনক বঙ্গবন্ধুর রাজনৈতিক কর্মময় জীবনের উপরে সুদীর্ঘ আলোকপাত করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, জাতীর জনকের আদর্শ অনুপ্রাণিত হয়ে সুশিক্ষা অর্জন করে, সোনার বাংলাদেশ গড়তে হবে। এজন্য শিক্ষার পাশাপাশি ক্রীড়া, সংস্কৃতির চর্চা করতে হবে অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, কোমলমতি শিশু-কিশোর সন্তান শিক্ষার্থীরা যেন, মাদক, সন্ত্রাস, জঙ্গী,দূর্নীতি,ইভটিজিং ও বাল্যবিবাহ থেকে মুক্ত রাখতে হবে। আলোচনা সভাশেষে বার্ষিকক ক্রীড়ার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে এক মনোমুগ্ধকর পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠা ন পরিবেশন করা হয়।