তাড়াশ

জাতীয় মৎস্য সপ্তাহ উপল‌ক্ষে তাড়া‌শে সাংবা‌দিক‌দের সা‌থে মতবি‌নিময় সভা

তাড়াশ (সিরাজগঞ্জ) প্র‌তি‌নি‌ধিঃ

সিরাজগ‌ঞ্জের তাড়া‌শে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
“মাছ চা‌ষে গড়‌বো দেশ, বঙ্গবন্ধুর বাংলা‌দেশ’    মৎস্য সেক্ট‌রের সমৃ‌দ্ধি, সুনীল অর্থনী‌তির অগ্রগ‌তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার সকা‌লে উপজেলা মৎস্য কর্মকর্তার কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা ড. হা‌ফিজুর রহমান, সাংবা‌দিক সনাতন দাশ, আ‌তিকুল ইসলাম বুলবুল, র‌ফিকুল ইসলাম, আব্দুল বা‌রিক খন্দকার, সো‌হেল রানা সোহাগ, সাইদুর রহমান, এম এ মা‌জেদ।‌মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ‌সাংবা‌দিক এম মামুন হুসাইন, মোঃ মহাসীন আলী,  শা‌হিনুর রহমান, ‌আলহাজ র‌নি, গোলাম মোস্তফা, লুৎফর রহমান,  ‌আশরাফুল ইসলাম র‌নি, হা‌দিউল হৃদয়। 
পরে উপজেলা মৎস্য কর্মকর্তা ড. হা‌ফিজুর রহমান জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচী সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তি‌নি আ‌রো ব‌লেন উপজেলার বিভিন্ন মাছ বাজারে ফরমালিন বিরোধী অভিযান চালানো হবে।