জলাশয়ে ডুবে কিশোরের মৃত্যু
আজ বৃহস্পতিবার রাজশাহীর বাগমারায় জলাশয় থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিকেলে উপজেলার পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া কিশোরের নাম ফরিদুল ইসলাম (১৪)। সে ওই গ্রামের আবুল কাশেমের ছেলে ও স্থানীয় একটি ইবতেদায়ি মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। পরিবার সূত্রে জানা গেছে, সে মানসিকভাবে অসুস্থ ছিল।
নিহত কিশোরের বাবা আবুল কাশেম বলেন, আজ দুপুরে ফরিদুল বাড়িতে ফেরেনি। এতে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। সম্ভাব্য স্থানে খোঁজার একপর্যায়ে বাড়ির পাশের জলাশয়ের পাড়ে তার ব্যবহার করা গামছা পড়ে থাকতে দেখা যায়। এতে সন্দেহ হলে লোকজন জলাশয়ে নেমে তাকে খোঁজাখুঁজি শুরু করেন। বিকেল চারটার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।