জনসমাগম রোধে হাট-বাজার বন্ধ করলেন ইউপি চেয়ারম্যান
মোহাম্মদ আশরাফুল, কাজিপুর (সিরাজগঞ্জ):
“দেশব্যাপী চলমান করোনা পরিস্থিতিতে সরকার গণজমায়েত নিষিদ্ধ করেছেন। তাই নিরাপদ দূরত্ব বজায় রেখে আপনাদের নিত্য পণ্যদ্রব্য কিনে দ্রুত ঘরে ফিরে যান। গণজমায়েত রোধে আজ থেকে আমার ইউনিয়নে সাপ্তাহিক হাট ও বাজার নিষিদ্ধ করা হলো।”- এমনি ভাবে মাইকে ঘোষণা দিয়ে কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল তাঁর এলাকায় প্রচার চালিয়ে যাচ্ছেন। ইতঃমধ্যে তিনি তাঁর এলাকার শিমুলদাইড়, গাড়াবেড়, মাথাইলচাপড়, চালিতাডাঙ্গা হাট বন্ধ করে দিয়েছেন। শনিবার (৪এপ্রিল) বিকেলে তিনি নিজেই উক্ত বাজারগুলোতে গিয়ে এই ঘোষণা দেন। ফলে বাজার শুরু হবার আগেই জনগণের নিকট খবরটি পৌঁছে যাওয়ায় এড়ানো গেছে বিশাল গণজমায়েত।
এসময় চেয়ারম্যান মুকুল জানান, “বত্রিশ হাজার মানুষের বাস আমার ইউনিয়নে। তাদের গণজমায়েত করোনা পরিস্থিতিকে উস্কে দিতে পারে। তাই নিজেই মাইক নিয়ে জনগণের মাঝে এসেছি।” এসময় হাটুরে চাঁন মিয়া জানান, “চেয়ারম্যান যখন আমাদের মাঝে মাইক দিয়ে ঘোষণা দিচ্ছে তখন আমরা আর হাটে আসবো না। এটা আমাদের জন্যেই ভালো কাজ করছেন উনি(চেয়ারম্যান)।” কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী চেয়ারম্যান মুকুলের ভূমিকার প্রশংসা করে জানান, “এমন করে সকল জনপ্রতিনিধি এগিয়ে এলে আমরা কাজিপুরকে অনেকখানি নিরাপদ রাখতে পারবো।”