জনপ্রিয় চিত্রনায়ক মান্নার আজ জন্মদিন
আবির হোসাইন শাহিন ,স্টাফ রিপোর্টার
একসময়ের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক মান্নার আজ জন্মদিন। ১৯৬৪ সালে আজকের এই দিনে টাংগাইল জেলায় জন্মগ্রহন করেন দেশের এক সময়ের কিংবদন্তী নায়ক মান্না।নায়ক মান্নার স্ত্রী শেলি সিরাজগঞ্জ নিউজ২৪ কে বিষয়টি নিশ্চিত করে।তার প্রথম অভিনীত সিনেমার নাম ছিল পাগলী।১৯৯১ সালে মোস্তফা আনোয়ারের কাশেম মালার প্রেম সিনেমাতে একক নায়ক হিসাবে আবিভাব হয় তার।
পরে অন্ধপ্রেম রুটি, আম্মা সিনেমা দিয়ে একক নায়ক হিসাবে জায়গা দখল করে।কাজী হায়াতের দাঙা ত্রাস দেশদ্রোহী সিনেমা মান্নার জীবনের মোড় ঘুরিয়ে দেয়।১৯৯৯ সালে কাজি হায়াতের আম্মাজান মনতাজুর রহমান আকবরের কে আমার বাবা ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। একাধারে তিনি অভিনেতা প্রযোজক হিসাবেও বেশ পরিচিত ছিল সবার প্রিয় মান্না। তার প্রযোজিত প্রথম সিনেমা ছিল লুটতরাজ তারপর লাল বাদশা, স্বামি স্ত্রী যুদ্ধ,দুই বধু এক স্বামি,মনের সাথে যুদ্ধ নিমান করেন তিনি। ২০০৮ সালে ১৭ ফেব্রুয়ারি সবার প্রিয় মান্না মৃত্যুবরন করেন।তার মৃত্যুর পর বাংলা চলচ্চিত্রে অপুরনীয় ক্ষতি হয় যার ফলাফল আজকের বাংলা চলচ্চিত্র।