জনগণের কল্যাণে রাজনীতি করুন – মোহাম্মদ নাসিম
বিএনপিকে ধ্বংসাত্মক কর্মকাণ্ড ছেড়ে জনগণের কল্যাণে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ শেষে তিনি এ আহ্বান জানান।
নাসিম বলেন, সংবিধান অনুযায়ী দুই বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই জাতীয় নির্বাচন হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ওই নির্বাচনে জনগণ আবারও আওয়ামী লীগকেই ভোট দেবেন।
এসময় তিনি বলেন, দেশের মানুষ ধ্বংসের রাজনীতি চায় না।
ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান শহীদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্রেনজং চাম্বুগং, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান দুদু, জেলা পরিষদের কাউন্সিলর গোলাম রব্বানী ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।