সিরাজগঞ্জ

ছয় দফা দাবিতে আদালত বর্জন অব্যাহত রাখার ঘোষনা জেলা আইনজীবি সমিতির

সিরাজগঞ্জ প্রতিনিধি  :

সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বদলি, আইনজীবিদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-৩’র স্টেনোগ্রাফারকে গ্রেফতারসহ ছয় দফা দাবিতে আদালত বর্জন অব্যাহত রাখার ঘোষনা দিয়েছেন জেলা আইনজীবি সমিতি।

বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবি সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ঘোষনা দেন সমিতির সাধারন সম্পাদক এ্যাড. আব্দুর রউফ পান্না।

লিখিত বক্তব্যে জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক এ্যাড. আব্দুর রউফ পান্না বলেন, সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পক্ষপাতদুষ্ট। গত পাচ দিন যাবৎ আদালত অঙ্গন অকার্যকর হয়ে রয়েছে, বিচারপ্রার্থীরা দুর্ভোগের শিকার হচ্ছেন। কিন্তু জেলা ও দায়রা জজ এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট একজন মাদকাসক্ত, ওয়ারেন্টভুক্ত আসামি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-৩’র স্টেনোগ্রাফার ইউসুফ আলির বিরুদ্ধে ব্যাবস্থা নিয়ে আইনজীবিদের নার্য্য দাবির প্রতি সন্মান জানিয়ে বিচারব্যাবস্থা সচল করার উদ্যোগ নিচ্ছেন না। আমরা আমাদের ছয় দফা দাবি পুরন না হওয়া পর্যন্ত আদালত বর্জন কর্মসূচি অব্যাহত রাখবো।

সিরাজগঞ্জ জেলা আইনজীবি সমিতির সভাপতি মীর রুহুল আমিন বাবুর সভাপতিত্বে সিনিয়র আইনজীবিসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মিরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সিরাজগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের স্টেনোগ্রাফার ইউসুফ আলীর সাথে জেলা আইনজীবি সমিতির সদস্য এ্যাড. আবুল কালামের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে রবিবার (১৬ জানুয়ারি) থেকে আদালত বর্জন কর্মসূচি পালন করছে জেলা আইনজীবি সমিতি।

সিরাজগঞ্জ
২০.০১.২২