ছাত্রলীগ নেতার নেতৃত্বে সরকারি কর্মচারী কে মারপিট করার অভিযোগ
সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধিঃতৌকির আহাম্মদ হাসু
জামালপুরের সরিষাবাড়ীতে পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক মেহেদী হাসান সুজনের নেতৃত্বে সরকারি কর্মচারীকে কোয়াটার থেকে ডেকে নিয়ে
মারপিট করার অভিযোগ ওঠেছে। বুধবার রাত সাড়ে ৭ টার
দিকে পৌর সভার মোড়ে এ ঘটনা ঘটেছে।
মারপিটের শিকার সরিষাবাড়ী উপজেলা মহিলা বিষয়ক
কর্মকর্তার কার্যালয়ের অফিস সহায়ক আলতাফুর রহমান
জানান,সরিষাবাড়ী পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক মেহেদী
হাসান সুজন বেশ কিছু দিন ধরে ৭টি ভিজিডি’র কার্ড দাবী
করে আসছিল।ওই দাবী আলতাফুর পুরন না করায় অফিস চলাকালনি
সময়ে তার উপর অকারনে হুমকি ধামকি প্রর্দশন করে আসছে। এরই
ধারাবাহিকতায় আলতাফুর কে গতকাল বুধবার রাত সাড়ে ৭ টার
দিকে তার অফিস কোয়াটারের বাসা থেকে মোবাইল ফোনে
ডেকে নিয়ে যায়। সেখানে আলতাফুর তার শিশু কোলে নিয়ে
পৌরসভার মোডে উপস্থিত হলে সুজনের নেতৃত্বে ৯/১০ জন
ছাত্রলীগ সর্মথর্করা মারধর ও কাপড় লুঙ্গী খুলে নিতে চেষ্টাও করে বলে
আলতাফুর জানান। এতে রেহাই পায়নি আলতাফুর কোলে থাকা ৩
বছর বয়সী শিশু আদিয়া জাহান অবনি। সুজন বিভিন্ন
ব্যাবসায়ীর নিকট থেকে চাদাবাজী অব্যাহ রেখেছে বলে নাম
প্রকাশে অনিচ্ছুক ব্যাবসায়ী অভিযোগ করেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন বলেন,
কোয়াটার থেকে ডেকে নিয়ে মারধরকারীর বিরুদ্ধে আইনগত
ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মাজেদুর রহমান
বলেন, এ ঘটনার অভিযোগ পেলে দোষীর বিরুদ্ধে আইন গত ব্যাবস্থা
নেয়া হবে।