চৌহালী যমুনা নদীর চর হাপানিয়ার এক স্কুল ছাত্রী রক্ষা পেল বাল্য বিবাহ থেকে
মাকছুদা খাতুন,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়নের যমুনানদীর চরে হাপানিয়া গ্রামের ৬ষ্ঠ শ্রেণীর এক স্কুল পড়ুয়া ছাত্রী বাল্য বিবাহর হাত থেকে রক্ষা করলেন উপজেলা নির্বাহী অফিসার।
২৯ আগস্ট বুধবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার
(ভারপ্রাপ্ত) মোঃ আনিসুর রহমান। এসময় চৌহালী থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মোঃ হাবিবুল্লাহ হাসিব,এ,এস, আই মোঃনূরুল হক ওপুলিশ সদস্যরা ছিলেন।