চৌহালী থেকে নারায়ণগঞ্জ যাওয়ার সময় গরুসহ পদ্মায় নৌকা ডুবি
চৌহালী( সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের চৌহালী থেকে নারায়ণগঞ্জে কোরবানির পশুর হাটে বিক্রির উদ্দেশ্যে ৪৭টি গরু নিয়ে একটি নৌকা মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মা নদীতে ডুবে গেছে। শনিবার সকালে উপজেলা কাঞ্চনপুর ইউনিয়নের সূত্রকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার রহমান নৌকা ডুবির ঘটনা নিশ্চিত করেছেন।
সকাল সাড়ে নয়টার দিকে হরিরামপুর উপজেলার সূত্রকান্দি এলাকায় পদ্মা নদীতে গরুবাহী নৌকাটি ডুবে যায়। এতে গরুব্যবসায়ীরা সাঁতরে তীরে উঠলেও অধিকাংশ গরু নদীতে ডুবে যায়। তীব্র স্রোতের কারণে নৌকাটি ডুবে যায় বলে জানা যায়। চৌহালী উপজেলার ঘোড়জান ইউনিয়নের গরু ব্যবসায়ী মো. নূরুল ইসলাম জানান খামারিদের কাছ থেকে ৪৭টি গরু কিনে তাঁরা ১৫ জন ব্যবসায়ী নারায়ণগঞ্জে যাচ্ছিলাম। তীব্র স্রোতের কারনে নৌকা তলিয়ে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান জানান, সকাল সাড়ে নয়টার দিকে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এখনো পর্যন্ত ১৯টি গরু উদ্ধার করা হয়েছে বাদবাকি গরু উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মানিকগঞ্জ জেলা প্রশাসনের মাধ্যমে ২০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করা হবে।