চৌহালী ডিগ্রি কলেজ সরকারী হওয়ায় আনন্দ মিছিল
ইমরান হোসেন আপন,সিরাজগঞ্জ;
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এক মাত্র ডিগ্রি কলেজ চৌহালী ডিগ্রি কলেজ সরকারী তালিকা ভূক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য আব্দুল মজিদ মন্ডলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা।
মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমান, কলেজের অধ্যক্ষ (ভার.) আব্দুর রাজ্জাক ও কলেজের প্রভাষক ফারুক আহম্মেদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতে মিছিলটি এলাকার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে।