চৌহালী উপজেলা স্বতন্র চেয়ারম্যান প্রার্থী মেজর মামুনের পথসভা ৷
চৌহালী :
উপজেলা স্বতন্র চেয়ারম্যান প্রার্থী মেজর মামুন নির্বাচনকে সামনে রেখে গনসংযোগ শুরু করেছেন।আজ শনিবার তিনি উপজেলা সদর ইউনিয়ন, খাষপুকুরিয়া, বাঘুটিয়া, , স্হলচর ও উমারপুরের গনসংযোগ করেন। ইসি সুত্রে জানা যায়, মার্চের ১ম ধাপে চৌহালী উপজেলা পরিষদ নির্বাচন। ইসির নির্ধারিত তারিখ অনুযায়ী আগামী ১০ই মার্চ উপজেলা পরিষদ নির্বাচন৷ চৌহালী উপজেলা পরিষদে প্রার্থীদের তোড়জোড় শুরু হয়ে গেছে। বিশেষ করে স্বতন্র প্রার্থীর নির্বাচনের তোড়জোড় বেশি। চৌহালী উপজেলা চেয়ারম্যান পদে যারা আলোচনায় রয়েছেন তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রার্থী হচ্ছেন মেজর মামুন রাজ পথের লড়াকু সৈনিক, । এ উপজেলার তৃনমূল পর্যায়ে গনসংযোগর শীর্ষে রয়েছেন মেজর মামুন। বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে রয়েছে তার বিস্তর সুনাম ও পদচারনা। জনাব মামুন সাংবাদিকদের জানান, আল্লাহর রহমতে স্বতন্র প্রার্থী হিসেবে বৈধতা পেয়েছি । স্বতন্র প্রার্থী হিসেবে জনগন আমাকে চেয়ারম্যান পদে বিপুল ভোটে জয়ী করবে৷