চৌহালী উপজেলা নির্বাহী অফিসার আবু তাহিরের নেতৃত্বে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
ভয়ংকর ঘুর্নিঝড় ’ফণী’র ভয়াল থাবা প্রতিরোধ করতে জরুরি সভা ডেকেছেন চৌহালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু তাহির। শুক্রবার (৩মে) ইউএনও মুহা:আবু তাহির উপজেলা হল রুমে এই জরুরি সভা করেন ।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৪ (চার) নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার পরিবর্তে ৭ (সাত) নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলীয় জেলা ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ৭ নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে।
ঘূর্ণিঝড় ফণির আঘাত প্রতিরোধে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মুহা:আবু তাহির ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, জনগণ সাধারনের জানমালের ক্ষয়-ক্ষতি কমিয়ে আনা ও নিরাপত্তার লক্ষ্যে উপজেলা পর্যায়ে একটি নিয়ন্ত্রন কক্ষ খোলা হয়েছে। ( নিয়ন্ত্রন কক্ষ-০১৭৩৩৩৩৫০৩৮)।
এছাড়াও ঘূর্ণিঝড় আঘাত হানার পূর্বে জনসাধারনকে নিরাপদ আশ্রয় স্থানে সরিয়ে আনার জন্য চৌহালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলার সকল ইউপি চেয়ারম্যানগণকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় নৌযান ও প্রত্যেক ইউনিয়নের স্বেচ্চাস্বেবক দল গঠনের জন্য স্বস্ব ইউপি চেয়ারম্যানকে বলা হয়েছে।
সূত্র আরো জানায়, ঘূর্ণিঝড় ফণি মোকাবেলায় শুকনো খাবার রাখার ব্যবস্থা করা হয়েছে। তারসাথে ঝড়ে ক্ষতিতগ্রস্থদের চিকিৎসার জন্য ডাক্তারা প্রস্তুত আছে।
চৌহালী উপজেলা নির্বাহী অফিসার ও দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মুহা:আবু তাহির বলেন,‘ ঘূর্ণিঝড় ফণি মোকাবেলায় চৌহালী উপজেলা প্রশাসন সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। যে কোন প্রতিকূল পরিবেশ মোকাবেলা করতে আমরা প্রস্তুত আছি