চৌহালীর ৩৭নং ঘুশুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণে অর্থ আদায়
চৌহালীতে সরকারি বিনা মূল্যের বই বিতরণে টাকা আদায়। সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ৩৭নং ঘুশুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণে শিক্ষার্থী প্রতি ১০ টাকা করে আদায় করা হয়েছে। বই বিতরণে আগে ওই স্কুলের ৩৪৬ শিক্ষার্থীর কাছ থেকে ১০ টাকা করে আদায় করে ওই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল বারী কয়েক দিন আগে ওই স্কুলের ছাত্র মোঃ শাকিল, মোঃ আব্দুল রোফ , ও ছাত্রী মোছাঃ নাছরিন জানায়, ২০১৮ শিক্ষা বর্ষে নতুন বই বিতরণের আগে আমাদের কাছ থেকে বই বাবদ ১০ টাকা করে আদায় করা হয়। স্কুলের সব শিক্ষার্থীর কাছ থেকে টাকা আদায় করা হয়েছে বলে তারা অভিযোগ করে। নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক অভিযোগ করে বলেন, ওই প্রধান শিক্ষক স্কুলে যোগ দেয়ার পর থেকেই প্রতি বছরই বই বিতরণে টাকা আদায় করেন। স্কুলের অন্যান্য ফান্ড থেকেও তিনি টাকা আত্মসাৎ করেন। উল্লেখ্য যে সরকার পতি বছর স্কুলের ক্ষুদ্র উন্নয়নের জন্য শ্লিপের টাকা দিয়ে থাকেন সে টাকা দিয়ে কিছুই করে না নিজেই আত্মসাৎ করে।তার সাথে কথা বলতে চাইলে সে কথা বলে না তার ফোনে (০১৭১৯৯৫৯৭৩৫) ফোন দিলে রিসিফ করে না ।