চৌহালীর ৩টি ইউনিয়নকে লকডাউন ঘোষনা
মোঃ ইমরান হোসেন আপন, সিরাজগঞ্জের :
চৌহালী উপজেলার ৩টি ইউনিয়নকে লকডাউন ঘোষনা করেছে চৌহালী উপজেলা প্রশাসন। রবিবার (১২ এপ্রিল) উপজেলার ৩টি ইউনিয়নকে লকডাউন ঘোষনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মওদুদ আহম্মেদ ।
করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমন ঝুকি মোকবেলায় চৌহালী উপজেলায় ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে বিপুল সংখ্যক গার্মেন্টস শ্রমিক ও অন্যান্য পেশার মানুষ সড়ক ও নৌপথে আগম করায় করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত উপজেলা কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, চৌহালী উস্বাক/চৌ/সিরাজ/২০২০/২৪২ নম্বর স্মারকপত্রে ৩টি ইউনিয়নকে ”লকডাউন” ঘোষনা করা হয়। ইউনিয়নগুলো হলো- খাষপুখুরিয়া, বাঘুটিয়া, উমারপুর।