চৌহালী/এনায়েতপুর

চৌহালীর যমুনা নদীতে ড্রেজার থেকে ছিটকে পরা শ্রমিক শাহীন আলমের লাশ উদ্ধার

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ড্রেজার শ্রমিক শাহীন আলমের (৩৭) লাশ উদ্ধার করা হয়েছে। তিনি কোদালিয়া পূর্বপাড়া মহল্লার মৃত শাহ-আলম ফকিরের ছেলে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জের দৌলতপুরের বাঁচামরা ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শনিবার দুপুরে একই স্থানে ড্রেজার থেকে তিনি ছিটকে পড়ে যমুনা নদীতে নিখোঁজ হন। নিততের ছোট ভাই রবিউল আলম জানান, শনিবার সকাল ৯টার দিকে চৌহালীর জোতপাড়া নৌকাঘাট থেকে একটি বালু তোলার ড্রেজার নিয়ে শাহীন আলম সহ ৫জন শ্রমিক সাভারের উদ্যেশে রওনা হয়। ওই দিন দুপুর সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঁচামরা ঘাট এলাকায় ড্রেজারটি পৌছলে নাব্যতা সংকটের কারনে বালু চরে সজোরে ধাক্কা লাগে। এসময় ড্রেজারের হাল ধরে থাকা আমার বড় ভাই (শাহীন আলম) ছিটকে নিচে পড়ে যায়।

ওই দিন তার সহকর্মী সহ স্থানীয়রা অনেক খুজেও তার কোন হদিস পায়নি। পরে রোববার সকাল থেকে আবার হাজারি বর্ষি (মাছ ধারার যন্ত্র) দিয়ে খোজা শুরু হয়। দুপুর পৌনে একটার দিকে বর্ষির সঙ্গে শাহীনের পরনের লুঙ্গি আটকে গেলে তার মরদেহ উদ্ধার করা হয়। দুপুর ৩টার দিকে মরদেহ চৌহালীতে নিয়ে আসা হয়। এসময় মরদেহের মাথা ও চোয়াল কিছুটা আঘাতপ্রাপ্ত ও নাক-কান দিয়ে রক্ত ঝড়ছিল। এ ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে পড়েছে। এ বিষয়ে খাষপুখুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাসুম সিকদার জানান, বালু তোলা ড্রেজার শ্রমিক শাহীন নম্র-ভদ্র ছিল। তার এ মৃত্যুতে আমরা এলাকাবাসী শোকাহত। এদিকে থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, ঘটনাটি অন্য জেলা ও থানা এলাকায় হওয়ায় তেমন কিছু আমার জানা নেই।