চৌহালীর যমুনা চরে করোনায় গবাদি পশু মৃত্যুর গুজব
মোঃ ইমরান হোসেন (আপন) :
বিশ্বব্যাপী চলমান করোনাভাইরাসের কারনে সারাদেশে থমথমে অবস্থা বিরাজ করছে। সংক্রামন ঠেকাতে প্রশাসনের করা নজরদারিতে মানুষ যখন আতঙ্কে নিজ নিজ ঘরে বন্দি। ঠিক সেই মুর্হুতে বৃহস্পতিবার মধ্যরাতে নদী বেষ্টিত চৌহালী উপজেলার ৭টি ইউপির চরাঞ্চলের বিভিন্ন গ্রামে করোনাভাইরাসে গবাদি পশু মারা যাচ্ছে এমন গুজবে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, মধ্যরাতে হঠাৎ স্থল ইউনিয়নের গোসাইবাড়ি, তেঘুরি, নওহাটা, ফুলহারা, চালুহারা, সদিয়া চাঁদপুর ইউনিয়নের বোয়ালাকান্দি, উমারপুর ইউনিয়নের হাপানিয়া,পাথরাইল, বৃড়িদাশুরিয়া, ঘোরজান ও বাঘুটিয়া ইউনিয়নের ঘুশুরিয়া, হিজুলিয়া,হাটাইল সহ বিভিন্ন গ্রামে আল্লাহ আল্লাহ ধ্বনি দেয়া হচ্ছে। কারন, অজানা রোগে চরে একের পর এক গবাদি পশু মারা যাচ্ছে।
এমন গুজব ছড়িয়ে পড়ে। এই খবর আত্মীয়-স্বজনকে ফোন করে জানিয়ে দেয়া হয়। কে বা কারা এ গুজব ছড়িয়ে দেয় তা জানা যায়নি। পরে চরের কৃষকরা এই মছিবত থেকে রক্ষায় নফল নামাজ, দোয়া দরুদ পড়া শুরু করেন। কেউ কেউ ভাইরাস ঠেকাতে আগুন জ্বালিয়ে ধূওয়া বানিয়ে গরু, ছাগল, ভেড়ার পাশে দিয়ে রাখেন। এবিষয়ে গোসাইবাড়ি চরের আবদুর রাজ্জাক বেপারী জানান, চরে নাকি করোনাভাইরাসের কারনে গরু ছাগল মারা যাচ্ছে। এই আতঙ্কে সবাই রাত জেগে গরুর গোয়ালে আগুন জ্বালিয়ে বসে ছিলাম। বাঘুটিয়া ইউপির ঘুশুরিয়া চরের লতিব টাইগার ও আব্দুল আজিজ জানান, হঠাৎ মধ্যরাতে এক আত্মীয় ফোনে জানাল চরে ভাইরাসে গরু মারা যাচ্ছে। পরে জেগে দেখি আশপাশের বাড়ির লোকজনও গরুর গোয়ালে হাজাল জ্বালিয়ে দোয়া দরুদ পড়ছে। এ খবর চরের বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়লে মুর্হুতের মধ্যে চর জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়।
খাষপুকুরিয়া ইউনিয়নের পশু চিকিৎসক আব্দুল আলীম জানান, রাতে অতিরিক্ত ধূওয়া দেওয়ার কারনে কয়েকটি গরু ছাগল অসুস্থ হয়ছে। এবিষয়ে বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল কাহ্হার সিদ্দিকী জানান, চরে করোনা ভাইরাস প্রবেশ করেছে কে বা কারা এমন গুজব রটিয়েছে। তবে এখন পর্যন্ত চরের কেউ সংক্রামিত হয়েছে এমন খবর পাইনি। চরের মানুষ রাতে কিছুটা আতঙ্কে গ্রস্থ হলেও এখন সচেতন ও স্বাভাবিক জীবন যাপন করছে। এবিষয়ে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ জানান, করোনাভাইরাসে যমুনা চরের গবাদি পশু মারা যাওয়ায় খবর এটা নিছক গুজব। সবাই সচেতন থাকবেন, গুজবে কান দিবেন না।