চৌহালী/এনায়েতপুর

চৌহালীর বীর মুক্তিযোদ্ধা মোঃ মোকলেছুর রহমানের জীবনী ও পরিবার নিয়ে কিছু কথা

সমায়ের শ্রেষ্ট সন্তান বীর মুক্তিযোদ্ধা মোঃ মোকলেছুর রহমান. ১৯৫৩ সালে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার দুর্গম ঘুশুরিয়া চরের এক মধ্যবিত্ত গ্রাম্য ডাক্তারের ঘড়ে জন্ম গ্রহন করেন। তার বাবার নাম.ডাঃ মকছেদ আলী মোল্লা.মায়ের নাম মরিয়াম বেগম। তিনি ছিলেন তার মা বাবার ২য় সন্তান । জন্মের পরে তার ডাক নাম ছিলো বাচ্চু মোল্লা. সে ২৩ শে মার্চ২০১৫ সালে তার নিজ বাড়িতে মৃত্যু বরন করেন। মৃত্যু কালে সে তার স্ত্রী ও চার ছেলে এক মেয়ে রেখে যান। যমুনার ধুলা বালির মাঝে তার বেড়ে ওঠা। তিনি ১৯৭১ সালে নিজের জীবন বাজি রেখে ঝাপিয়ে পড়েন মহান মুক্তিযোদ্ধে সে ও তার বড় ভাই মতিউর রহমান (ভাসানি)। এমন কঠিন যুদ্ধের মাঝে তার পিতা-মাতা ও পরিবারের ভাবতে পারেনি তাদের কে আবার জীবিত ফেরত পাবে তাদের মাঝে. আল্লাহুর রহমতে রক্তক্ষয়ী কঠিন যুদ্ধ করে দেশ কে স্বাধীন করে ফিরে এসেছিলো পরিবারের মাঝে। কিন্তু কি পেয়েছে জাতির কাছে? জাতির এই শ্রেষ্ট সন্তান ছিলো সমাজের কাছে চরম অবহেলিত ও সুবিধা বঞ্চিত. অনাহারে ও বিনা চিকিৎসায় কাটাতে হয়েছে দির্ঘদিন. তার ছেলে মেয়ে ও স্ত্রী বর্তমান মানবতার জীবন জাপন করে আসছে. তাদের নেই কোন নিজস্ব্য বসত ভিটা। পাঁচ সন্তানের কেউ পাইনি যোগ্যতা অনুযায়ী সরকারি কোন চাকরি কেবল মাত্র ২০১৩ সালে পাওয়া সরকারের দেওয়া মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা ছাড়া। এই সামান্য ভাতায় কি চলে তার অসুস্হ স্ত্রীর চিকিৎসা . ও সন্তানদের জীবন যাপন?