চৌহালী/এনায়েতপুর

চৌহালীর দুর্গম চরে গাঁজা চাষ, দুই চাষি সহ আটক ৩

স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার দুর্গম চরাঞ্চলে গোপনে গাঁজা চাষের সন্ধান পেয়েছে চৌহালী থানা পুলিশ। উপজেলার যোগাযোগবিচ্ছিন্ন উমারপুর ইউনিয়নের চর বাউসা গ্রাম থেকে আটক করা হয়, মৃত তাইজাল মোল্লার ছেলে  মোঃ জয়নাল আবেদীন (৩৫) ও আব্দুস ছামাদ  এর ছেলে মোঃ এমদাদুল হক (৩২)কে  ১টি করে মোট ২টি ১০ ফুট দৈর্ঘ্যের  গাঁজা  গাছ সহ তাদের আটক করে চৌহালী থানার এসআই রতন, ফারুক ও এএসআই মীর রেযোয়ান সহ সংগীয় ফোর্স।
আটককৃতরা দীর্ঘদিন ধরে গাঁজার চাষ ও ব্যবসা করে আসছিলেন বলে স্বীকার করেন পুলিশের কাছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোর সাড়ে ৫ দিকে গোপন সংবাদের ভিত্তিতে দুটি বাড়িতে অভিযান চালায় চৌহালী থানা-পুলিশের একটি দল। এ সময় ওই দুই বাড়ি থেকে  দুইজনকে আটক করা হয়। আটককৃত দুইজন আরও বলেন, গত ৭-৮ মাস আগে এই চারাগুলো রোপণ করা হয়েছে আগামী শীত মৌসুমে বিক্রি করা যেত লাখ টাকার উপরে। এ ছাড়াও  খাষকাউলিয়া ইউনিয়নের মধ্য জোতপাড়া গ্রাম থেকে রাত ১২ ঘটিকায়  এসআই হাফিজুর ও এসআই পার্থ বিশ্বাস ১২০ গ্রাম গাঁজা  সহ সম্ভু চন্দ্র দাসের ছেলে  রঞ্জিত চন্দ্র দাস (৪৫) কে আটক করে।
চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন,গোপন সংবাদের ভিত্তিতে পৃথক  অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আইনি প্রক্রিয়া শেষে
আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।