চৌহালীর দুর্গম কাঠালিয়া চরে সিএসএস এর ফ্রি মেডিকেল ক্যাম্প
ইমরান হোসেন আপন
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার দুর্গম কাঠালিয়া চরে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন করেছে মানবতার সেবায় নিয়জিত অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন সচেতন ছাত্র সমাজ (সিএসএস)।
১৫ই এপ্রিল রবিবার দুর্গম কাঠালিয়া চরের কাঠালিয়া সরকারী প্রাথামিক বিদ্যালয়ে দিনব্যাপী চলমান এ ক্যাম্পেইনে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে প্রায় ৫শত রোগীকে বিনামূল্যে ব্যাবস্থাপত্র ও ওষুধ প্রদান করা হয়। এছারাও একশত ৫০ জন রোগীর ডায়াবেটিস পরিক্ষা এবং প্রায় ২শত মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি আবদুল্লাহ আল মামুন, উপদেষ্টা মোহাম্মদ সালাউদ্দিন, মামুন মোল্লা, সহ-সভাপতি মির্জা শহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম, মাজেদুল ইসলাম মোল্লা, যুগ্ন সাধারন সম্পাদক শামীম আকরাম, সাংগঠনিক সম্পাদক আবু সালেহ মোস্তাকিম, প্রচার সম্পাদক আবু কাহার হোসেন, সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিশু মারুফ সদস্য আবু হানিফ, জয়নাল আবদীন প্রমুখ।