চৌহালীর এনায়েতপুরে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর থানাধীন যমুনা নদীতে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তলনের দায়ে এক ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
চৌহালী উপজেলার এনায়েতপুরের বিভিন্ন যায়গায় যমুনা নদী থেকে দীর্ঘদিন যাবত কিছু অসাধু বালু ব্যবসায়ীরা অবৈধ ড্রেজার দিয়ে অপরিকল্পিত ভাবে বালু উত্তলন করে আসছিলো, যা দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করা হতো।
(৪ জুলাই) রবিবার দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চৌহালী উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সাহেব আলী নামে একজন ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচলনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহিদ আল হাসান। এসময় উপস্থিত ছিলেন, পুলিশ ও আনসার ভিডিপি সদস্যরা