চৌহালীর একটি ওয়ার্ডে সদস্য পদে পূণঃনির্বাচন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ঘোরজান ইউনিয়ন
পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে আবারও ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে ৷
চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় সোমবার ৭ফেব্রুয়ারি আবারও ভোট গ্রহণের দিন নির্ধারণ করে নির্বাচন কমিশন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান ও নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, দেশে চতুর্থ ধাপে নির্বাচনে ২৬ ডিসেম্বর চৌহালী উপজেলার ৭ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। ঘোরজান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে দুই প্রার্থী আব্দুল আজিজ ভ্যান গাড়ি ও মোঃ জহুরুল ইসলাম (রমজান) টিউবওয়েল প্রতীকে ১৯৪ ভোট করে পান ৷ উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বলেন, ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্যপদে দুজন প্রার্থী সমান-সমান ভোট পান। এ জন্য কাউকে বিজয়ী ঘোষণা করা হয়নি। ভোটের ফল নির্বাচন কমিশনে পাঠানো হয়েছিল। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি আট টা থেকে বিকেল চারটা পর্যন্ত শুধু ওই পদে ওয়ার্ডের একটি কেন্দ্রে আবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
কেন্দ্রে দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার মোঃ মজনু মিয়া জানান, সরকারি আচরণ বিধি মেনে ভোট গ্রহণ চলছে কেন্দ্রের পরিবেশ ভালো ৷ ৯৫০ ভোটের মধ্যে ৭০৪ ভোট কাস্ট হয়েছে ৷ এরমধ্যে মোঃ জহুরুল ইসলাম(রমজান) টিউবওয়েল প্রতীকে ৩৮২ ভোট পেয়ে বিজয়ী লাভ করে ৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ আব্দুল আজিজ ভ্যানগাড়ী প্রতীক ৩১১ ভোট পান এবং ১১টি ভোট নষ্ট হয়ছে।
এ বিষয়ে কেন্দ্রে দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলকুচি নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুর রহমান জানান, কেন্দ্রের সুন্দর ও সুষ্ঠ পরিবেশে নির্বাচন শেষ হয়েছে, প্রয়োজনীয় সংখ্যক পুলিশ, ব্যাটেলিয়ান আনসার ও বাহিনী মোতায়েন করা হয়েছে ৷