চৌহালীর ইউপি নির্বাচনে সদিয়াতে চেয়ারম্যান সহ মেম্বার পদে বিজয়ী হলেন যারা
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া উৎসবমূখর পরিবেশে সিরাজগঞ্জ চৌহালী উপজেলার ৭টি ইউনিয়নে চতুর্থ ধাপের ইউপি নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। গত রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ৭ টি ইউনিয়নে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।
সদিয়া ইউনিয়নে ৯ টি ওয়ার্ডের ১১ টি কেন্দ্রে অত্যান্ত শান্তি পূর্ণ ভাবে ভোট গ্রহন হয়েছে। সদিয়া চাঁদপুর মোট ভোটারের সংখ্যা ২১৪৬৭ ভোট তার ভিতরে ৮০ ℅ কাষ্ঠ হয়েছে। বাংলাদেশ আ.লীগের মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম জাহিদ চেয়ারম্যান পদে নৌকা প্রতিক নিয়ে ১০১৪৩ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী ইসমাইল হোসেন ( উদয়) মোটর সাইকেল ২২৫৩ ভোট, শওকত হোসেন আনারস প্রতিক নিয়ে ১৯৩০ ভোট পেয়েছেন। সদিয়া ইউনিয়নে মেম্বার পদে নির্বাচিত হয়েছেন বেতিল ১ নং ওয়ার্ডে তালা প্রতিক নিয়ে ২য় বারের মত বিজয়ী হয়েছেন আব্দুল রাজ্জাক শেখ। চাঁদপুর ২নং ওয়ার্ডে মোড়ক প্রতিক নিয়ে প্রথম বারের মত বিজয়ী হলেন রমজান আলী প্রামানিক।
দেওয়ানতলা ৩ নং ওয়ার্ডে ফুডবল প্রতিক নিয়ে প্রথম বারের মত বিজয়ী হলেন পরান ব্যাপারী। খামার গ্রাম ৪ নং ওয়ার্ডে মোড়ক প্রতিক নিয়ে প্রথম বারের মত বিজয়ী হলেন পংকজ শ্রী চন্দ্র সরকার। এনায়েতপুর ৫নং ওয়ার্ডে সাধারণ মানুষের ভালো বাসায় ফ্যান প্রতিক নিয়ে ২য় বারের মত বিজয়ী হলেন মনোয়ার হোসেন(মোনা)। ৬ নং ওয়ার্ডে ফ্যান প্রতিক নিয়ে প্রথম বারের মত বিজয়ী হলেন সালাম মন্ডল। মহেশপুর ৭ নং ওয়ার্ডের গরীব গরীব দুখী মেহনতী মানুষের একমাত্র আস্তাভাজন ব্যাক্তি লাল মিয়া প্রামানিক টিওবল প্রতিক নিয়ে তৃতীয় বারের মত বিজয়ী হলেন। বারবয়ালা ৮ নং ওয়ার্ডে তালা প্রতিক নিয়ে প্রথম বারের মত বিজয়ী হলেন আরান আলী। বলকান্দি ৯ নং ওয়ার্ডে মোড়ক প্রতিক নিয়ে সাধারণ জনগণের ভালো বাসায় ২য় বারের মত বিজয়ী হলেন জেলহাজ আলী। ১,৪,৫ নং ওয়ার্ডে তালগাছ প্রতিক নিয়ে প্রথম বারের মত সংরক্ষিত মহিলা আসনে মেম্বার পদে বিজয়ী হলেন মনোয়ারা বেগম। ২,৩,৬ নং ওয়ার্ডে মাইক প্রতিক নিয়ে প্রথম বারের মত সংরক্ষিত মহিলা আসনে মেম্বার পদে বিজয়ী হলেন ছুবুরা বেগম। ৭,৮,৯ নং ওয়ার্ডে সূর্য্যমুখী ফুল প্রতিক নিয়ে, প্রথম বারের মত সংরক্ষিত মহিলা আসনে মেম্বার পদে বিজয়ী হলেন মরিয়ম বেগম।
উপজেলা নির্বাচন অফিসার মো. হাফিজুর রহমান বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা নির্বিঘ্ন কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে। কোথাও কোন সহিংসতা হয়নি। এদিকে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মো.আনিসুর রহমান শতভাগ শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে বলে দাবি করেন।