চৌহালীর ইউএনও করোনায় আক্রান্ত
স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জের চৌহালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. আফসানা ইয়াসমিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি হোম আইসোলেশনে আছেন। সোমবার তার করোনা পরীক্ষায় ফল পজিটিভ আসে।
চৌহালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল কাদের জানান, তিনি সোমবার (৩১ জানুয়ারী) নমুনা দিয়েছিলেন। নমুনার ফলে পজিটিভ এসেছে। (২ জানুয়ারী) তার ছোট মেয়েরও পজিটিভ এসেছে। তিনি আমাদের তত্ত্বাবধানে আছেন এবং হোম আইসোলেশনে আছেন।
চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মোছা। আফসানা ইয়াসমিন জানান, ৩১ জানুয়ারি আমার এবং স্বামীর করোনা পজিটিভ আসে পরে ২ জানুয়ারি আমার ছোট মেয়েরও পজিটিভ আসে। তিনি বর্তমানে হোম আইসোলেশনে আছেন। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে ও মাস্ক পরার অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, তিনি ৬ মাসের মাতৃকালীন ছুটি শেষে ১৬ জানুয়ারী কর্মস্থল চৌহালী উপজেলায় যোগদান করেন।