চৌহালীর অজ্ঞাত পরিচয় সেই মানসিক ভারসাম্যহীন বৃদ্ধাটি মারা গেছেন
স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জের চৌহালীতে অজ্ঞাত পরিচয় মানসিক ভারসাম্যহীন সেই বৃদ্ধা মারা গেছেন। প্রায় সাড়ে ৯ বছর ধরে উপজেলার খাষপুখুরিয়া ইউনিয়নের কোদালিয়া এলাকায় থাকতো সে। একারনে ঐ এলাকাটি তার নামানুশারে পাগলির মোড় হিসেবে সবাই চিনতো। দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিল তিনি। পথচারী সহ স্থানীয় কেউ কেউ তাকে খাবারও দিত। বুধবার দুপুর ২টার দিকে তিনি মারা যান।
খাষপুখুরিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জানান, অজ্ঞাত পরিচয় মানসিক ভারসাম্যহীন ওই বৃদ্ধাটি প্রায় সাড়ে ৯ বছর আগে কোদালিয়া গ্রামে আসেন। কিছুদিন কোদালিয়া বাজারে এখানে সেখানে থাকতো। পরে স্থানীয়রা নিজেদের সহায়তায় টিনের ছাপড়া ঘর তুলে দেন। তা ভেঙ্গে গেলে পরে ইউনিয়ন পরিষদের অর্থায়নে একটি ছাপড়া ঘর তুলে দেয়া হয়। সেখানে সে থাকতো। কেউ কিছু দিলে খেত। তবে রাতের বেলায় সুন্দর সুন্দর গান গাইতো বলেও জানান তিনি। তবে দীর্ঘ সময়েও তার কোন পরিচয় মেলেনি ।
স্থানীয়রা জানান, অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পাগলির ছবি ছড়িয়ে দিলেও কোন সন্ধান নিতে আসেনি কেও। কিন্তু ৫ বছর আগে যমুনার পশ্চিম পাড় শাহজাদপুর অথবা উল্লাপাড়া এলাকা থেকে একজন এসে ওই বৃদ্ধাকে স্বজন বলে দাবি করে নিয়ে গেলেও কয়েকদিন পর এসে রেখে যায়। দীর্ঘ দিন ধরে সে প্রচন্ড অসুস্থ ছিল। বুধবার দুপুরে মারা যান। বিকেলে পশ্চিম কোদালিয়া দাখিল মাদরাসা কবরস্থান এলাকায় নামাজে জানাযা শেষে দাফন করা হয়। কোদালিয়া গ্রামের সাংবাদিক মাহমুদুল হাসান জানান, পাগলির মৃত্যুতে স্থানীয় সবাই শোকাহত। সে আমাদের রক্তে কেউ না হলেও এলাকায় থাকতে থাকতে স্বজন হয়েছিল। তার রুহের মাগফিরাত কামনা করছি।