চৌহালীতে ৪৮তম জাতীয় সমবায় দিবস র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ।
মোঃ ইমরান হোসেন (আপন)
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” “সমবায়ই শক্তি সমবায়ই মুক্তি” “সমবায় ভিত্তিক সমাজ গড়ি” “টেকসই উন্নয়ন নিশ্চিত করি” এই স্লোগান সামনে রেখে সিরাজগঞ্জ চৌহালীতে পালিত হলো ৪৮তম জাতীয় সমবায় দিবস। দিবসটি উপলক্ষে শনিবার সকালে বিভিন্ন সমবায় সংগঠনের নেতৃবৃন্দের অংশ গ্রহনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়। পরে চৌহালী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ’র সভপতিত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার। উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ঘোড়জান ইউপি চেয়ারম্যান মোঃ রমজান আলী। বিআরডিবি চেয়ারম্যান মোঃ আবু সাঈদ বিদুৎ। খাষপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুম সিকদার। চৌহালী উপজেলা অটো সিএনজির সভাপতি ফকির জাহাঙ্গীর আলম সহ প্রমুখ। বিশেষ অতিথির বক্তব্যে, মোঃ ফারুক হোসেন বলেন, সমবায় সমিতির মাধ্যমে অর্থ পুজি করে আমরা বর্তমান বাংলাদেশ সরকারের মাধ্যমে ২০২১ সালের মধ্যে বিশ্বের মধ্যম আয়ের দেশ হিসাবে ঘোষণা করবো। আবু সাঈদ বিদুৎ বলেন, দেশ এখন উন্নয়নের সড়কে উন্নয়নকে এগিয়ে নিতে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমবায়ীদের উন্নয়নে সরকারের নানামুখী পদক্ষেপের কথা উল্লেখ করে আবারো নৌকায় ভোট দিয়ে উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখার আহ্বান জানান। উপজেলা সমবায় অফিসার মোঃ লাবলু তালুকদার সহ প্রমুখ আলোচনা সভায় বক্তব্য রাখেন। এছাড়াও অত্র উপজেলার বিভিন্ন ইউনিয়নরে সমবায় সমিতির সদস্য-সদস্যাবৃন্দরা উপস্থিত ছিলেন। এর আগে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে জাতীয় সমবায় দিবসের কর্মসূচির শুভ উদ্বোধন করেন চৌহালী উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ।