চৌহালী/এনায়েতপুর

চৌহালীতে ৪টি চোরাই গরু উদ্ধার ; আটক ২

স্টাফ রিপোর্টার:

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের মধ্য জোতপাড়া গ্রামে রাতভর অভিযান চালিয়ে চারটি চোরাই গরু উদ্ধার ও দুই চোরকে আটক করেছে চৌহালী থানা পুলিশ।
২৯ জুলাই বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চৌহালী থানা পুলিশের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করেন ।
জানা গেছে ঈদুল আযহার পর জনৈক এক ব্যক্তির চারটি গরু চুরি হয় ৷ পরে চৌহালী থানায় চুরির অভিযোগ করলে বাদীর অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নামে পুলিশ, অবশেষে বৃহস্পতিবার রাতে মধ্য জোতপাড়া গ্রামের কামরুল হাসান ইনছাসের বাড়ি থেকে ২টি ও শুকুর আলী’র বাড়ি থেকে ২টি গরু উদ্ধার করা হয় ।
আটককৃত দুই জন চৌহালী উপজেলার খাষকাউলিয়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে কামরুল হাসান ইনছান (৪০) ও দিলবারের ছেলে শুকুর আলী (৫০) ৷

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, চারটি গরু উদ্ধার সহ ২জনকে আটক করা হয়েছে। পুলিশ সুপারের নির্দেশ মোতাবেক পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। গরুর মালিকদের উপযুক্ত প্রমাণের ভিত্তিতে আইনী প্রক্রিয়ায় গরু ফেরত দেয়া হবে।