চৌহালীতে স্বাস্থ্য সুরক্ষায় মহিলাদের স্যানিটারি ন্যাপকিন তৈরি বিষয়ক প্রশিক্ষণ
ইমরান হোসেন আপন , স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জের চৌহালীতে স্বাস্থ্য সুরক্ষায় মহিলাদের স্যানিটারি ন্যাপকিন তৈরি বিষয়ক ৭ দিনের প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করা হয়েছে ৷
বুধবার(০৩ ফেব্রুয়ারি)সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা মহিলা ও শিশু বিষয়ক স্থায়ী কমিটির বাস্তবায়নে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন জাইকা’র অর্থায়নে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে ৭ দিনের এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় ৷
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার,উপজেলা মহিলা বিষয়ক অফিসার শামীম জাহিদ তালুকদার,জাইকার কো-অর্ডিনেটর কালি কৃষ্ণ পাল সহ বিভিন্ন ইউনিয়নের ১৫ জন মহিলা প্রশিক্ষণার্থীরা ৷