চৌহালীতে স্কুলে ল্যাপটপ বিতরণে অর্থ আদায়ের অভিযোগ শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের চৌহালীতে ১০২টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণে স্কুল প্রধানের নিকট হতে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে । উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ শাহজাহান আলী ল্যাপটপ বিতরণ অনুষ্ঠান আয়োজনের কথা বলে এ অর্থ আদায় করেছেন বলে শিক্ষকেরা অভিযোগ করেছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন ঐ কর্মকর্তা।
জানা যায়, গত ৯ মে চৌহালীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মানসম্মত প্রাথমিক শিক্ষার প্রসারে ১০২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক প্রধান শিক্ষক জানান, ল্যাপটপ বিতরণ অনুষ্ঠান আয়োজনের জন্য ল্যাপটপ প্রাপ্ত স্কুল গুলোর প্রধান শিক্ষকদের কাছ থেকে ৫’শ করে মোট অর্ধ লক্ষ টাকা নেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহান আলী।
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ শাহজাহান আলী জানান, ল্যাপটপ বিতরণের জন্য কোন টাকা নেয়া হয়নি।
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.আমিনুল ইসলাম মন্ডল জানন, টাকা নেওয়ার বিষয়ে আমি অবগত নই, তবে ল্যাপটপ পরিবহন এর জন্য স্লিপের টাকা থেকে খরচ করার কথা।