চৌহালীতে যমুনার ভাঙ্গনে বিলীন হচ্ছে স্কুল ঘরবাড়ি ও ফসলি জমি

চৌহালী প্রতিনিধিঃ

কড়ালগ্রাসী যমুনার ভাঙন তান্ডবলীলায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনায় পাল্লা দিয়ে চলছে নদী ভাঙন।
বিশেষ করে উপজেলার দক্ষিনাঞ্চলের প্রায় সাড়ে ৮ কিলোমিটার ও উত্তর এলাকায় ৩ কিঃমিঃ এলাকায় তীব্র নদী ভাঙনে গত বর্ষা মৌসুমে অর্ধশতাধিক ঘরবাড়ি ও বিস্তৃীর্ন ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এখনই ভাঙ্গনরোধে দ্রুত ব্যবস্থা নেয়া না হলে ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান ৪টি হাট বাজার, তাঁতীপাড়া, পাকা সড়ক ও ২টি ব্রীজ, আবাদী জমি এবং বহু ঘরবাড়ি নদীতে বিলীন হবার আশংঙ্কা করছেন স্থানীয়রা।

জানা যায়, যমুনা নদীতে পানি বৃদ্ধি ও কমতেও ভাঙ্গন অব্যাহত থাকায় চৌহালী উপজেলার রেহাই পুখুরিয়া নতুন পাড়া, খাষপুখুরিয়া ও ভুতের মোড় পর্যন্ত এলাকায় নদী ভাঙন চলছে। প্রতিনিয়তই নদীর পেটে যাচ্ছে বসত বাড়ি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, দোকানপাট,ক াচা-পাকা সড়ক, ফসলী জমি, ব্রীজ, ভ’মি সহ বিভিন্ন স্থাপনা। ভাঙ্গন কবলিত খাষপুখুরিয়া ইউপির আরমাশুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১রুম নদীতে জুলছে ও চরসলিমাবাদ ভুতের মোড় এলাকায় বহু বসতবাড়িতে যমুনার হিং¯্রতা আছড়ে পড়ছে। তারা তাদের শেষ সম্বল টিনের চালা ও অন্যান্য আসবাব সড়িয়ে নিয়ে যাচ্ছে নিরাপদ স্থানে। এর আগে দক্ষিণ খাষপুখুরিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল কাদের, শুকুর মোল্লা, বাদশা মিয়া, হাবিবুর রহমান ও সকিনা খাতুনের বাড়িসহ, মসজিদ ও দু’টি মুদিখানা দোকান নদীতে বিলীন হয়ে যায়। এছাড়া গতবর্ষায় নদী ভাঙনে খাষ-দেলদারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, বীরবায়ুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও খাষপুখুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বহু বসতবাড়ি নদী গর্ভে চলে যায়।
এছাড়া যমুনার পশ্চিম তীরে অবস্থিত খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাপাতাল ও বিশ্ববিদ্যায়ের দক্ষিনে সাড়ে ৫কিলোমিটার এলাকা জুড়েও চলছে যমুনা ভয়াবহ ভাঙনের তান্ডবলীলা। এর কারনে মারাক্তক ঝুঁকির মধ্যে রয়েছে দেশের সর্ববৃহৎ কাপড়েরর হাট, চিকিৎসা ও শিক্ষা প্রতিষ্ঠান ও তাঁতীপাড়া। স্থানীয় স্কুল শিক্ষক আবু দাউদ সরকার জানায়, যমুনার রাক্ষুসী থাবার কাছে হার মেনে অসহায় মানুষ গুলো নিজ বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে বিভিন্ন পাকা সড়কে, ওয়াবদা বাঁধে অথবা পরের বাড়ির উটুলী থাকতে। এ বিভিষীকাময় পরিস্থিতিতে কান্নার রোলে যমুনা পাড়ের আকাশ বাতাস ভারি হয়ে যাচ্ছে। অথচ পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ভাঙ্গনরোধে কোন উদ্যোগ নজরে নেই, আরমাশুকা সপ্রাবি.র প্রধান শিক্ষক সালাউদ্দিন ও ম্যানেজিং কমিটির সভাপতি আঃ বারেক স্কুলের দরজা-জানালাসহ অন্যান্য স্থাপনা মনগড়া ভাবে ভাঙ্গতে গিয়ে শাকিবুল (০৭)আহত হয়, সে মিরপুর ডেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন, অর্থের অভাবে মৃত্যুর সাথে পান্জ্জা লড়ছে। প্রধান শিক্ষক সালাউদ্দিন বলেন, প্রশাসনের অনুমতি নিয়ে স্কুলের দরজা-জানালা ভাঙ্গতে গিয়ে এদুর্ঘটনা ঘটে এবং ভবনটি নিলাম দেয়া সম্বাব হয়নি। বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল কাহ্হার সিদ্দিকী বলেন, যমুনা নদীর এতো ভয়ংকার দৃশ্য মনে হলে শরীর শিইরে উঠে,যা বিগত দিনে দেখা যায়নি, এবছর নদীতে পানি বৃদ্ধির পর থেকে ঘরবাড়ি নদী গর্ভে চলে গেছে। হুমকিতে রয়েছে তাঁতীপাড়া, আরমাশুকা সঃ প্রাঃ বিদ্যালয় সহ ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজারসহ বসতবাড়ি ও আবাদী জমি। দ্রুত ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবি জানাই।

এবিষয়ে চৌহালী উপজেলা চেয়ারম্যান মেজর (অব:) আব্দুল্লাহ আল-মামুন বলেন, উপজেলার দক্ষিনাঞ্চলে যমুনার ভাঙন ভয়াবহ রুপ ধারন করেছে। এখনই ভাঙন ঠেকানো না গেলে চৌহালীর বাকি অংশ মানচিত্রে থাকলেও বাস্তবে থাকবে না। তবে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আনিসুর রহমান জানান, ভাঙন কবিলত তাঁতীপাড়া, আরমাশুকা সঃ প্রাঃ বিদ্যালয় বিএম হাই স্কুল ও চেয়ারম্যান বাড়ী, সড়ক ও ব্রীজ এলাকা পরিদর্শন করেন এবং ৩তলা ভবন স্কুলটি জরুরী ভাবে নিলাম ডেকেও তা সম্পন্ন করতে পারিনি, বিষয়গুলো উর্ধ্বতন মহলকে জানিয়েছেন বলে তিনি জানান।
এলাকার ভুক্তভোগিরা বলেন শিক্ষা অঙ্গন বাঁচলে পাঠদান বাঁচবে, তাতীপাড়া বাঁচলে ব¯্র থাকবে, বাড়ি বাচলে ছেলে-মেয়েরা স্কুলে যাবে, সড়ক থাকলে গাড়ি চলবে, জমি থাকলে খাদ্য আসবে। আমরা সরকারের কাছে ভিক্ষা চাই না ভাঙ্গন রোধ চাই, আমরা বাঁচতে চাই, আমরা বাঁচলে সরকারের শতভাগ শিক্ষা ও উন্নয়ন হবে এমনটি প্রত্যাশা চৌহালী বাসির।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.