চৌহালীতে মৎস্যজীবীদের সাথে জনসচেতনতা সভা
চৌহালী(সিরাজগঞ্জ) প্রতিনিধি:
নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে। এ সময় দেশব্যাপী ইলিশ পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ থাকবে। এ উপলক্ষে চৌহালী উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ২০২৩-২৪ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যাবস্থাপনা প্রকল্পের আওতায় মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে মৎস্যজীবীদের সাথে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৯ অক্টোবর দুপুরে উপজেলার কাঁঠাল বাগানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো: শাহিনুর রহমান, উপজেলা চেয়ারম্যান ফারুক হোসেন , ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, থানার ওসি হারুন অর রশিদ, উপজেলা আওয়ামী সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা হজরত আলী মাষ্টার, নৌ পুলিশ ফাঁড়ির ওসি শামসুল আলম, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফি প্রমুখ।