চৌহালীতে বিনম্র শ্রদ্ধায় ও ভালোবাসায় জাতীয় শোক দিবস পালন
চৌহালী( সিরাজগঞ্জ) প্রতিনিধি:
বিনম্র শ্রদ্ধায় ও ভালোবাসায় ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস সিরাজগঞ্জের চৌহালীতে পালন করা হয়েছে ।
১৯৭৫ সালের এইদিনে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। হত্যা করা হয় বঙ্গবন্ধুর বৃহত্তর পরিবারের অনেক সদস্য ও ঘনিষ্ঠজনদেরও। ১৫ আগস্ট রবিবার ছিল সরকারি ছুটির দিন এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। দিনের শুরুতেই উপজেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামীলীগ, চৌহালী থানা, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, ইউনিয়ন আ’লীগ ও সহযোগী সংগঠণের পক্ষ থেকে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলের তোরা দিয়ে শ্রদ্ধা নিবেদন, র্র্যালী, আলোচনা সভা ও শহীদদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় ৷ বাদ যোহর বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে মিলাদ ও দোয়া পরে কাঙ্গালী ভোজের আয়োজন করা হয় ৷
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সরকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ তাজ উদ্দিন, উপজেলা কৃষি অফিসার জেরিন আহমেদ, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, চৌহালী থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, এনায়েতপুর থানা অফিসার ইনচার্জ আনিছুর রহমান, প্রকল্পবাস্তবায়ন অফিসার মোঃ মজনু মিয়া, মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার খালিদ মাহমুদ, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই ভুট্টো সহ
কর্মসূচিতে বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী অংশ নেন। এ সময় বক্তারা বঙ্গবন্ধু হত্যা মামলার পলাতক দন্ডপ্রাপ্ত বাকী আসামীদের দেশে এনে বিচার করার দাবী জানান ৷