চৌহালীতে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল মৌসুমি নামে এক কিশোরী
চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
চৌহালীতে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে মৌসুমি আক্তার (১৫) নামে এক কিশোরী। শুক্রবার (১৯এপ্রিল) বিকেলে চৌহালী সদর উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের কুরকী গ্রামে এ বাল্যবিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহির। এ সময় উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সম্পাদক ফারুক সরকার, থানা’র অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম,এস আই মোক্তার,এস আই সোলেমান ও পুলিশ সদস্যরা। উপজেলা নির্বাহী অফিসার ওনির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাঃআবু তাহির জানান, কুরকী গ্রামে আব্দুল বাতেন এর মেয়ে মৌসুমী আক্তারের সঙ্গে একই উপজেলার চর-সলিমাবাদ গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে আব্দুল্লাহ (২১) বিয়ে আয়োজন চলছিলো, এমন সংবাদের ভিত্তিতে মৌসুমীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় আইন-শৃংখলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কাজী ও বরপক্ষের লোকজন পালিয়ে যায়। এ সময় কনের পিতার কাছ থেকে মেয়ের ১৮ বছর না হওয়া পর্যন্ত কোথায়ও বিয়ে দেবেন না বলে মুচলেকা নেওয়া হয়!