চৌহালীতে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন ও শুকনা খাবার বিতরণ
চৌহালী প্রতিনিধি :
বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীকে স্মরণীয় করে রাখতে মুজিব বর্ষ উপলক্ষে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চৌহালী সরকারি কলেজ মাঠে উদ্বোধন করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল।
বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপিঠ চৌহালী সরকারি কলেজ মাঠে স্থাপিত এ ম্যুরাল উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ আব্দুল মমিন মন্ডল। পরে সেখানে বিভিন্ন ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ গরিব, অসহায় ও দুঃস্থ্য ৩ শত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়। পরে তিনি মাসিক সাধারণ, আইন শৃঙ্খলা সভা ও দলীয় কর্মী সভায় যোগ দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সরকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ তাজ উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ নাসরিন আক্তার, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মজনু মিয়া প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার আওতায় আজকে ৩ শত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে সকল অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হবে।
তিনি আরও বলেন চৌহালী দক্ষিনাঞ্চলে নদী ভাঙন রোধকল্পে মাননীয় পরিকল্পনা মন্ত্রীর সাথে কথা হয়েছে আশা করি আগামী একনেক সভায় বিষয়টি উঠবে।