চৌহালীতে নৌকার প্রার্থী মমিন মন্ডলের পথসভা
মোঃইমরান হোসেন (আপন)
সিরাজগঞ্জ-০৫ (বেলকুচি-চৌহালী) আসনের আওয়ামীলীগের মনোনিত প্রার্থী আব্দুল মমিন মন্ডল চৌহালী উপজেলার ৭নং বাঘুটিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে নৌকায় ভোট চেয়ে পথসভা করেছেন। বুধবার সকালে উক্ত পথসভায় মমিন মন্ডল নৌকায় ভোট চেয়ে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন এবং তিনি নির্বাচিত হলে চৌহালীর প্রধান সমস্য যমুনার ভাঙ্গন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন বলে এলাকাবাসীদের প্রতিশ্রুতি দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু নজির সরকার, সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব, সহ সভাপতি আব্দুর রশিদ বাবুল, যুগ্ম সাধারন সম্পাদক তাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফজলুল রহমান তালুকদার চুন্নু, ইউপি চেয়ারম্যান আব্দুল কাহহার সিদ্দিকী, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হায়দার মুন্না, সাধারণ সম্পাদক মোল্লা বাবুল আক্তার, সাবেক সভাপতি আবু সাইদ বিদ্যুৎ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা রবিউল ইসলাম, সাধারন সম্পাদক আরিফ সরকার, যুগ্ম সাধারন সম্পাদক রাজিব সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম রেজা, সাধারন সম্পাদক মাইন মোল্লা সহ অন্যান্য নেত্রীবৃন্দ।