চৌহালী/এনায়েতপুর

চৌহালীতে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনা খাবার ও নগদ অর্থ বিতরণ

 

ইমরান হোসেন আপন, চৌহালী:

সিরাজগঞ্জের চৌহালীতে চলমান বন্যায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের মাঝে
মানবিক সহায়তার আওতায় শুকনা খাবার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ১ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের চরবিনানই যমুনা নদীর পাড়ে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ৫’শ টাকাসহ
৪ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবন, ১ লিটার তেল তুলে দেয়া হয়।

চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ:দা:) আনিছুর রহমানের সভাপতিত্বে এ ত্রাণ বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মজনু মিয়া, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারি শফিকুল ইসলাম শফি,
বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান , ইউপি সদস্য সহ মান্যগণ্য ব্যক্তিবর্গ।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ:দা:) আনিছুর রহমান বলেন, আজ থেকে ভাঙ্গন ও বন্যা কবলিত মানুষদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।