চৌহালী/এনায়েতপুর

চৌহালীতে নদীভাংগনে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনার ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ১৮ পরিবারের হাতে নগদ ৬ হাজার টাকা ও ২ বান্ডিল করে ঢেউটিন বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমানের সঞ্চালনায় চৌহালী সরকারি কলেজ কাঠাল বাগানে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)ও এডিএম মোঃ ফিরোজ মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ মামুনুল হক, জেলা ত্রাণ ও পুর্ণবাসন কর্মকর্তা মোঃ আঃ রহিম,চৌহালী থানা অফিসার ইন চার্জ মোঃ জাহাঙ্গীর আলম,তদন্ত মোঃ হাসিবুল্লাহ হাসিব,জেলাপরিষদের সদস্য রফিকুল ইসলাম গনি মোল্লা,জনতা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোল্লা বাবুল আক্তার। পরে এডিসি (শিক্ষা ও আইসিটি) ও এডিএম ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলে তাদের সান্ত্বনা দেন ও খাষকাউলিয়া পশ্চিম জোতপাড়া সপ্রাবি ও জনতা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।