চৌহালীতে জাতীয় ভোটার দিবস পালিত
চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
“ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে সিরাজগঞ্জের চৌহালীতে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (০২ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভা.) মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা হল রুমে ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তারের পরিচালনায় সভায় অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক হোসেন সরকার, চৌহালী থানা অফিসার ইনচার্জ হারুন অর রশিদ, উপজেলা আ.লীগের সাবেক সভাপতি আলহাজ্ব হজরত আলী মাষ্টার, খাষকাউলিয়া ইউপি চেয়ারম্যান আবু সাইদ বিদ্যুৎ, বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম মোল্লা, আনসার ভিডিপি কর্মকর্তা বছির উদ্দিন সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উপজেলা নির্বাচন অফিসার মোঃ হাফিজুর রহমান বলেন, চৌহালীতে বর্তমান ভোটার সংখ্যা ১লক্ষ ১৫ হাজার ৮৫৪ জন। গত বছর ভোটার সংখ্যা ছিলো ১ লক্ষ ৮ হাজার ১৯২ জন। এক বছরে ৭ হাজার ৬২৬ জন ভোটার সংখ্যা বৃদ্ধি হয়ছে ৷
সভাপতির বক্তব্যে উপজেলা নিবার্হী কর্মকর্তা(ভা.) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ভোটাধিকার নাগরিকের মৌলিক অধিকার। বর্তমান সরকার দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করেছে।
ছবি ও হাতের আঙ্গুলের ছাপ সংযুক্ত ভোটার তালিকা করার মাধ্যমে বাংলাদেশে ভোটারদের নির্ভুল ও সঠিক তালিকা তৈরি সম্ভব হয়েছে। নির্বাচনের সময় দায়িত্ব মনে করে ভোটারদের ভোট প্রদানে আগ্রহ থাকা উচিত। ভোটারদের যেনো হয়রানির স্বীকার না হতে হয় তার জন্য সরকারের সঠিক নীতি অনুসরণ করে নির্ভুল স্বচ্ছ তালিকা করার জন্য তথ্য সংগ্রহ কারিদের অনুরোধ জানান তিনি৷